Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে প্রতিবন্ধি কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫২ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫২ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডারসহ সব ধরণের প্রতিবন্ধি ব্যক্তির ক্ষমতায়ন’-শীর্ষক প্রকল্পের আওতায় ফরিদপুরে কম্পিউটার বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ নেয়া ২০ প্রতিবন্ধির মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

ফরিদপুর শহরের কমলাপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের হলরুমে সনদপত্র প্রদান করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এএসএম আলী আহসান।

বি.সি.সি প্রকল্পের উপ-পরিচালক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো, কম্পিউটার কাউন্সিলের প্রশিক্ষক (আইটি) আশরাফুল ইসলাম, প্রশিক্ষক (এনডিডি কাম প্লেসমেন্ট অফিসার) মোঃ আক্তার হোসেন প্রমুখ।

Bootstrap Image Preview