Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিতাসে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মেরী

মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৪ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৪ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


কুমিল্লার তিতাসে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিতাস-হোমনা আসনের এমপি সিআইপ সেলিমা আহমদ মেরী। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেলিমা আহমাদ মেরীর পোস্টার লাগাতে গিয়ে নিহত রাসেলের পরিবারকে ৫০ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন তিনি।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া সিকদার বাড়ি মাঠে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে উন্নয়ন মূলক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, টাকা দিয়ে তো আর মানুষ ফিরিয়ে দেয়া যাবে না, তবুও পরিবারটি বাঁচার একটি পথ খুজে পাবে। শেখ হাসিনা যেমন তাঁর কর্মীদের মূল্যায়ন করেন, তেমনি আমিও আমার প্রতিটি কর্মীকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সিআইপি সেলিমা আহমাদ মেরী।

এ সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মো. মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী।

উল্লেখ্য গত ২৫ ডিসেম্বর কড়িকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মামা ছাইদুর রহমানের অনুরোধে কড়িকান্দি বাজারে নৌকার পোস্টার লাগাতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরে আরিফ। পরে তিতাস উপজেলা হাসপাতালে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১ সপ্তাহ চিকিৎসা শেষে ৩১ ডিসেম্বর রাত ১০টায় মারা যান।

Bootstrap Image Preview