Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উদ্বোধনের কয়েক ঘণ্টা পরেই বিকল ভারতের দ্রুততম ট্রেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩১ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


উদ্বোধনের ২৪ ঘণ্টা পার না হতেই ভারতের সবচেয়ে দ্রুতগতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস বিকল হয়ে গেছে।

 ‘মেক ইন্ডিয়া হাওয়া’ জিইয়ে রাখতে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রেনটির উদ্বোধন করেন।

শনিবার বারাণসী থেকে ফেরার সময় মাঝপথে আটকে যায় ট্রেনটি। ভারতের রেলমন্ত্রী এ বিপত্তির জন্য গরুর ওপর ট্রেন উঠে যাওয়ার দাবি করেছেন।

তবে ট্রেনটির সামনে কোনো ক্ষতির চিহ্ন দেখা যায়নি। ট্রেন-১৮ নামে অভিহিত ইঞ্জিনবিহীন এই ট্রেনটি নির্মাণ করা হয়েছে চেন্নাইয়ের ইন্ডিগ্রাল কোচ ফ্যাক্টরিতে।

শনিবার ভোর পাঁচটায় চামরোলা স্টেশনের কাছে গতি কমে যায় ট্রেনটির। এসময় ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটারে গিয়ে ঠেকেছিল ট্রেনের গতি। এটির ভেতর থেকে গন্ধ ও ধোঁয়া বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আটকে যায় ব্রেক।

প্রকৌশলীরা বলেন, অভ্যন্তরীণ ত্রুটির জন্যই ধোঁয়া বের হয়েছে। পরে এটিকে কাছের একটি কারশেডে নিয়ে যাওয়া হয়। ত্রুটি সারাতে ট্রেনটিকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে।

এখন ঘণ্টায় চল্লিশ কিলোমিটারের বেশি চলতে পারবে না ভারতের সবচেয়ে দ্রুতগামী এই ট্রেন।

ট্রেনের যাত্রীদের মধ্যে অধিকাংশ ছিলেন সাংবাদিক ও রেলকর্মীরা। বিপত্তি দেখা দেয়ার পর তাদের অন্য ট্রেনে উঠিয়ে দেয়া হয়।

ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। কিন্তু গতকাল উদ্বোধনের দিন গতি ছিল ১৩০ কিমি।

Bootstrap Image Preview