Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার

 ঝিনাইদহ প্রতিনিধি 
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৩ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview


ঝিনাইদহ শহরের মডার্ণ মোড় এলাকার একটি বাসা থেকে ভুয়া সাংবাদিকসহ দু'জনকে ফেনসিডিলসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।  

শুকবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামের সামসুল মোল্লার ছেলে রুবেল মিয়া (২৪) এবং একই গ্রামের কামরুল ইসলামের স্ত্রী কৈতরি বেগম (৩৮)।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইকবাল কবির জানান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য জড়ো করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে জেলা শহরের মডার্ণ মোড় এলাকার জনৈক মিনা পারভীনের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ওই বাড়ির একটি কক্ষ থেকে রুবেল মিয়া ও কৈতরী বেগমকে আটক করা হয়। সে সময় ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় ১০০ বোতল ফেনসিডিল।

তিনি আরো জানান, রুবেল মিয়া ফটো সাংবাদিক পরিচয় দিয়ে এই বাড়িতে ভাড়া থাকতো। সে ও কৈতরি বেগম দীর্ঘদিন জেলার মহেশপুরসহ বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল এনে ঢাকায় সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

Bootstrap Image Preview