Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ার নাগরিকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০০ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০০ PM

bdmorning Image Preview


ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত জেলেস্কি ভাটজিম (৩৪) নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসাপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ট্রেট রোশিম নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন। 

পুলিশ জানায়, উপজেলার সাহাপুর নতুন হাট মোড়ে রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটির ৩নং ভবনের ১৪ তলায় ওই রাশিয়ান নাগরিক বসবাস করতেন। শনিবার সকাল ৮টার দিকে ওই ভবনের একজন ১৪ তলার ওই কক্ষের ফলস ছাদের ভেতরে মাথা ঢোকানো নিথর অবস্থায় জেলেস্কি ভাটজিমকে দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১০টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে হাসাপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ আরো জানায়, ঘটনার সময় বাথরূমের ফলস ছাদে রাখা গিজার থেকে ডাইনিংয়ের মেঝেতে পানি পড়ছিল। পানি পড়া বন্ধ করার জন্য ফলস ছাদে মাথা ঢুকিয়ে গিজারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তিনি মারা যান বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। 

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় রুশ নাগরিক জেলেস্কিকে উদ্ধার করে সকাল সোয়া ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শফিকুল ইসলাম শামিম তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ থানায় আনা হয়। 

ওসি বলেন, ময়নাতদন্ত শেষে নিয়ম অনুযায়ী তার মরদেহ রাশিয়ায় পাঠানো হবে।  

Bootstrap Image Preview