Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতিয়ায় প্রতিবন্ধী ৭ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪০ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪০ PM

bdmorning Image Preview


হাতিয়ায় চর ঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধীর ভাই হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) এ ঘটনায় ফরহাদ উদ্দিন ও এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা একই গ্রামের বাসিন্দা।

মামলার বাদী জানান, চরইশ্বর ইউনিয়ন পরিষদর সদস্য রাশেদ উদ্দিনের ভাই ফরহাদ উদ্দিন তার প্রতিবন্ধী বোনকে জোরপূর্বক ধর্ষণ করে । এতে প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনা জানাজানি হলে ওই সময় স্থানীয় প্রভাবশালী একটি মহল শালিস বৈঠকে মিমাংসা করে দেয়ার কথা বলে কালক্ষেপণ করতে থাকে। 

এদিকে প্রতিবন্ধীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দেয়। পরে হাতিয়া ডায়াগনস্টিক সেন্টারে ওই প্রতিবন্ধীর আল্ট্রসনোগ্রাম করলে ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে চিকিৎসক উল্লেখ করেন।

প্রতিবন্ধীর আরেক ভাই কান্নাজনিত কন্ঠে বলেন, আমার প্রতিবন্ধী বোনের এ সর্বনাশের সঠিক বিচার চাই।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview