Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'ফুলবাড়ীর কয়লা নিয়ে ষড়যন্ত্র করলেই প্রতিহত করা হবে'

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৮ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৮ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি নিয়ে যেই ষড়যন্ত্র করুক না কেন তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার উদ্যোগে ফুলবাড়ীর কয়লা সম্পদ ও জনতার ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। 

তিনি বলেন, ২০০৬ সালে ফুলবাড়ীর মানুষের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফুলবাড়ী বাসীর সাথে যে চুক্তি হয়েছিল তাতে উল্লেখ ছিল, এই দেশে এশিয়া এনার্জি আর থাকতে পারবে না। সেই সময় বর্তমান প্রধানমন্ত্রী, বিরোধী দলে থাকা অবস্থায় ফুলবাড়ী বাসীর ৬ দফা চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। কিন্তু চুক্তি পূরণ করা হয়নি।

তিনি আরও বলেন, এশিয়া এনার্জির মূল কোম্পানী জিসিএম সাম্প্রতিক একটি চীনা কোম্পানীর সাথে ফুলবাড়ীর কয়লা নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করেছে। এই চুক্তি সম্পূর্ণ অবৈধ, ফুলবাড়ীতে এসে বা ফুলবাড়ী নিয়ে, যে ষড়যন্ত্রই করা হোক না কেন ফুলবাড়ীবাসীকে সাথে নিয়ে ২০০৬ সালের ২৬ আগস্টের ন্যায় আবারো গণআন্দোলন গড়ে তুলে, সেই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

ফুলবাড়ীর কয়লা সম্পদ ও জনতার ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী কল্লোল, সিপিবি’র কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন, ফুলবাড়ী শাখার সদস্য সচিব জয়প্রকাশ গুপ্ত, ফুলবাড়ী শাখার অন্যতম নেতা সঞ্জিৎ প্রসাদ জিতু, শফিকুল ইসলাম শিকদার, ডাক্তার ওয়াজেদুর রহমান বাবলু, মোশারফ হোসেন বাবু ও নাজার আহম্মেদ প্রমুখ।

 

Bootstrap Image Preview