Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারা গায়ে ফুল পেঁচিয়ে ঘুরে বেড়ানো সেই মেয়েটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০০ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গত ১৩ ফেব্রুয়ারি বুধবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, সারা গায়ে ফুল পেঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি মেয়ে। মেয়ের ছবিটি নিয়ে বেশ ট্রলও হচ্ছে।

জানা যায়, ছবিটি এ বছরের নয়। এটি গতবছরের। ছবিটির মাধ্যমে তিনি সমাজের শিকল ছেঁড়ার আহ্বান জানাচ্ছিলেন।

আরও জানা গেছে, ওই মেয়েটির নাম নাজিয়া আন্দালিব প্রিমা। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালিন শিক্ষক। প্রখ্যাত ভিজ্যুয়াল আর্টিস্ট। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। নিয়েছেন পশ্চিমা বিশ্ব থেকে ডিগ্রিও। তার আলোচিত ভিডিও পারফরমেন্সের মধ্যে রয়েছে মোনাজাত, অ্যান্ড স্টার কন্টিনিউস, ম্যারি মাই এগ, মনোলগ উইথ লাইট, এইজড উইথ সেলফোন, আইসোলেশন প্রভৃতি।

বিশ্বের বিভিন্ন দেশে অংশ নিয়েছেন চিত্রকলা প্রতিযোগিতা ও ওয়ার্কশপে। বাংলাদেশসহ ভারত, থাইল্যান্ড, শ্রীলংকা, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইস্তাম্বুল এবং মরক্কোসহ কয়েকটি দেশে একক চিত্রপ্রদর্শনী করে প্রশংসা কুঁড়িয়েছেন। ঘুরেছেন ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং চীনসহ অন্তত ২০-২৫টি দেশ।

২০১৪ সালে আউটস্ট্যান্ডিং ভিডিও আর্টের জন্য পেয়েছেন অনন্যা পুরস্কার, মোশন চিত্রকলার জন্য ২০০৯ সালে পেয়েছেন জাতীয় মহিলা পরিষদ পুরস্কার, ২০০৭-০৮ সালে পেয়েছেন শিল্পাচার্য জয়নুল আবেদীন পদক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পেয়েছেন ওয়েব আর্ট অ্যাওয়ার্ড, ২০০৩ সালে যুক্তরাজ্য থেকে পেয়েছেন রয়্যাল ওভারসিজ লীগ স্কলারশীপ এবং ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র থেকে স্কালপচার ও গ্রোবার্স সোসাইটি পদকসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও চারুকলা অনুষদের নানা আয়োজনে সম্মানিত হয়েছেন পদক ও সম্মাননায়।

Bootstrap Image Preview