Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

একসঙ্গে তিন ছেলে নবজাতকের জন্ম

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৭ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview


ঝালকাঠির রাজাপুরে একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন শামীমা আক্তার নামের এক প্রসূতি নারী। 

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সদরের সোহাগ ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে এই তিন নবজাতকের জন্ম হয়। কাকতালীয়ভাবে তিন সন্তানের তিন জনই ছেলে শিশু।

তিন নবজাতকের মা শামীমা উপজেলার চাড়াখালী গ্রামের মোঃ ফারুক নাইয়ার পুত্রবধূ ও মৎস্য ব্যবসায়ী ফয়জুল্লাহর স্ত্রী। তিন নবজাতক শিশুসহ মা সম্পূর্ণ সুস্থ আছে। তিন সন্তানের ওজন যথাক্রমে ২ কেজি ৯০০’শ গ্রাম, ২ কেজি ৮০০’শ গ্রাম ও ২ কেজি বলে জানা গেছে।

নবজাতক শিশুদের দাদী বিলকিস বেগম জানান, তার পুত্রবধূ ৭ বছর আগে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছিলেন। বুধবার রাত ১২টায় তার পুত্রবধূকে নিয়ে সোহাগ ক্লিনিকে আসে। এরপর বৃহস্পতিবার বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়।

প্রসূতি এ মায়ের অস্ত্রোপচার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. মাহবুবুর রহমান। এ সময় তাকে সহযোগিতা করেন ডা. মহিউদ্দিন ও ডা. জালিস মাহমুদ। দীর্ঘদিন ধরে উপজেলা সদরের সোহাগ ক্লিনিক নামের প্রতিষ্ঠানটি সুনামের সাথে সেবা দিয়ে আসছেন।

একসঙ্গে তিন নবজাতকের জন্ম নেয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সোহাগ ক্লিনিকে তাদের দেখতে ভিড় জমায়। তবে দেখতে আসা জনতার সঙ্গে নবজাতকের মামারা অসদাচরণ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হলে তাৎক্ষণিক রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

Bootstrap Image Preview