Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এ্যাপোলো

রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৭ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৭ PM

bdmorning Image Preview


প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা সমাজ তথা দেশের উন্নয়নের অন্তরায়ও নয়। যথাযথ পরিচর্যার মাধ্যমে তাদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করে যে কোনো উন্নয়নে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত করা যেতে পারে। প্রতিবন্ধীতা কোনো রোগ নয়। এটি জীবনের একটি অবস্থা মাত্র। প্রতিবন্ধী ব্যক্তিরা যে কোনো ধরনের উন্নয়নে অবদান রাখতে পারে। প্রতিবন্ধীদের উৎসাহ দিতে তাদের পাশে দাঁড়িয়ে এসব কথা বলেন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো। 

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের 'প্রতিভা প্রতিবন্ধী প্রতিষ্ঠানে' উপস্থিত হন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো। এসময় ওই প্রতিষ্ঠানের প্রতিবন্ধী নারী-পুরুষ, শিশুরা ঘিরে ধরেন তাকে। সবাই তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে।  

তিনি বলেন, আমাদের সমাজে অনেকেই প্রতিবন্ধী মানুষদের পছন্দ করেন না। কিন্তু এটা ভুল, প্রতিবন্ধীরাও মানুষ। তাদেরকে আমাদের সবাইকে ভালোবাসতে হবে, কাছে টেনে নিতে হবে। কারণ আজকের এই প্রতিবন্ধীরাই একদিন সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে উন্নয়নে ভূমিকা রাখবে। তাই আসুন প্রতিবন্ধীদের বোঝা না ভেবে তাদেরকে বুকে জড়িয়ে নেই।

পরে স্বেচ্ছাসেবক লীগ নেতা নজমুল হুদা শাহ এ্যাপোলো তার নিজ অর্থায়নে ওই প্রতিষ্ঠানের প্রতিবন্ধী মানুষদের জন্য একটি সিপি চেয়ার, একটি প্রটি চেয়ার ও একটি ফিজিও থ্যাপারি স্টান্ড প্রদান করেন। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ নেতা নজমুল হুদা শাহ এ্যাপোলো ওই প্রতিষ্ঠানের প্রতিবন্ধী মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আফরোজ মাহমুদ বিপু, স্বেচ্ছাসেবক লীগের নেতা মিঠুন, জগন্নাথপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. জহির, চিকিৎসক সারোয়ার, প্রতিভা প্রতিবন্ধী প্রতিষ্ঠানের পরিচালক রেজিয়া সুলতানা প্রমুখ।


 

Bootstrap Image Preview