Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীকে শ্লীলতাহানি করার প্রতিবাদে মানববন্ধন, কয়েক ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার  

হাবিবুর রহমান নাসির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৮ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৮ PM

bdmorning Image Preview


ছাতকের জাউয়ায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে শ্লীলতাহানি ও মারধর করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার কয়েক ঘন্টার মধ্যেই আব্দুর রউফকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেব্রুয়ারি) রাতে উপজেলার বড়কাপন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবেদা আফসারী বখাটে আব্দুর রউফকে এ দণ্ডাদেশ প্রদান করেন। আব্দুর রউফ জাউয়াবাজার ইউনিয়নের লক্ষসোম গ্রামের মৃত আব্দুল বারীর বখাটে পুত্র।

বৃহস্পতিবার বখাটে আব্দুল রউফকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভার প্রায় ৬ ঘন্টার মধ্যেই আব্দুর রউফকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। 

ওইদিন বিকেলে জাউয়া বাজারে লক্ষনসোম গ্রামের লোকজন বৈঠক করে আব্দুর রউফকে আইনের কাছে সোপর্দ করার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন এলাকায় তার খোঁজখবর নেয়া হয়। এক পর্যায়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রাম থেকে কৌশলে আব্দুর রউফকে নিয়ে ছাতকের বড়কাপন এলাকায় নিয়ে আসেন ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন। এখানে আগে থেকে অবস্থান নেয়া জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হয়। 

 

Bootstrap Image Preview