Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে ১৩ কোটি ২০ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার 

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৬ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


বান্দরবানে বিজিবির অভিযানে আনুমানিক ১৩ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজিরপাড়া এলাকা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় বিজিবির অভিযানের খবর টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারে নি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা হবে বলে ধারণা করেছে বিজিবির সদস্যরা।

এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে ৪ লাখ ৪০ পিস ইয়াবা উদ্ধার করেছি। তবে অভিযানের খবর পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয় নি।

তিনি আরও বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, কাঠ পাচার এবং অবৈধ অস্ত্র বিক্রয়ের বিরুদ্ধে বিজিবি তৎপর রয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 

Bootstrap Image Preview