Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইএস সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৬ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৬ PM

bdmorning Image Preview


সন্ত্রাস বিরোধী অভিযানে সন্ত্রাসী গোষ্ঠীর আইএসের সঙ্গে যোগসাজশ আছে সন্দেহে মালয়েশিয়ায় এক বাংলাদেশিসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ। 

সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ আছে এই সন্দেহে ওই বাংলাদেশিসহ মোট ৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৩ বিদেশি ও ২ জন মালয়েশিয়ার নাগরিকও রয়েছে।এ খবর দিয়েছে দ্য স্টার অনলাইন।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ ফুজি হারুন জানান, ১৯শে ডিসেম্বর থেকে এ বছরের ২৮শে জানুয়ারির মধ্যে তাদেরকে জোহর, সিলাঙ্গর ও সাবাহ শহর থেকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুই মালয়েশিয়ানসহ বাংলাদেশ, সিঙ্গাপুর, ফিলিপাইন ও দক্ষিণ এশিয়ার একটি দেশের মোট ৪ জন বিদেশি রয়েছে। তাদেরকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে।

বাংলাদেশির বিষয়ে বিবৃতিতে তিনি বলেন, ১৯শে ডিসেম্বর ক্ল্যাং শহর থেকে ৩১ বছর বয়সী এক বাংলাদেশি ক্লিনারকে আটক করা হয়। তার ধারণা, সে আইএস এর কট্টর সমর্থক। সন্ত্রাসী গোষ্ঠীটির জন্যে জঙ্গি যোগান দেয়ার দায়িত্বে ছিল সে।এটি ছিল সিরিজ গ্রেপ্তারের দ্বিতীয় ঘটনা।

Bootstrap Image Preview