Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে ফিরেছে সাইপ্রাসে সড়ক দুর্ঘটনায় নিহত রিপনের মরদেহ  

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৩ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৩ PM

bdmorning Image Preview


যশোরের ঝিকরগাছার বড়পোদাউলিয়া গ্রামের রিপন হোসেন সাইপ্রাসে নিহত হওয়ার এক সপ্তাহ পরে তার মরদেহ দেশে পরিবারের কাছে ফিরে এসেছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিমান বন্দরে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করে সাইপ্রাস সরকার। 

দুপুরে নিহত রিপন হোসেনের মরদেহ তার গ্রামের বাড়ি বড় পোদাউলিয়া গ্রামে পৌছানোর আগে থেকে অপেক্ষারত   গ্রামবাসীরা এক নজর দেখার জন্য ছুটে আসে। এসময় রিপনের নিথর মুখ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।

পরিবার ও এলাকাবাসীর কান্নায় মুহুর্তের মধ্যে ভারি হয়ে যায় এলাকার পরিবেশ ও আকাশ বাতাস। এযেন এক অন্য রকম হৃদয় বিদারক পরিস্থিতির। পাশাপাশি বাক শক্তি হারিয়ে ফেলেন রিপনের মা, বাবা, আত্মীয়-স্বজনসহ কাছের মানুষেরা। ছেলের মুখ দেখতে দেখতে কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন রিপনের মা।

একইদিন বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।  

উল্লেখ্য, পরিবারের সুখের আশায় গত ৩০ জানুয়ারী রিপন পাড়ি দিয়েছিল সাইপ্রাস প্রদেশে। একটি ভালো কোম্পানিতে কাজও জুটেছিলো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো পরিবারের সমস্ত আশা ভরসার একমাত্র অবলম্বনটুকুও। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলো রিপন।

মৃত্যুকালে রিপন হোসেন এক ছেলে, স্ত্রী ও পরিবারে মা বাবাসহ রেখে গেছেন অসংখ্য স্মৃতি।
 

Bootstrap Image Preview