Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে তেল-গ্যাস-খনিজ সম্পদ, বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৯ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৯ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ীতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পৌর শহরের বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।  

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক আনু মুহাম্মদ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহবায়ক ও সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাব হোসাইন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব ও সিপিবি ফুলবাড়ী উপজেলার সভাপতি জয়প্রকাশ গুপ্ত।

আরও উপস্থিত ছিলেন, জাতীয় কমিটির সদস্য ও বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, জাতীয় কমিটির সদস্য ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ফুলবাড়ী উপজেলা শাখার সম্পাদক সফিকুল ইসলাম শিকদার, জাতীয় কমিটির সদস্য ও গণসংহতি আন্দোলনের উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজার আহম্মেদ, ফুলবাড়ী কুলি শ্রমিক ইউনিয়ন সভাপতি হামিদুল হক, ফুলবাড়ী রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ফুলবাড়ী নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, আদিবাসী বাঙ্গালী মুক্তি সংগ্রাম কমিটি, ফুলবাড়ীর আহবায়ক রামাই সরেন প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি জিসিএম (এশিয়া এনার্জি) কোম্পানী ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনি এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চাইনিজ কোম্পানীর সাথে অবৈধ চুক্তি সম্পাদন করেছে। তাদের এ নতুন করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করার জন্য তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার উদ্যোগে বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview