Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব শুরু

আরাফাত ইসলাম শুভ, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২০ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৯ PM

bdmorning Image Preview


উৎসবমুখর পরিবেশে পর্দা উঠলো ইউল্যাবের চলচ্চিত্র বিষয়ক শিক্ষানবিশ কার্যক্রম ‘সিনেমাস্কোপ’ আয়োজিত ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসরের।

আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর মোহাম্মদপুরের স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এবারের আসরের উদ্বোধন করা হয়। দু’দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব চলবে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্র পরিচালক ও চিত্র নাট্যকার মতিন রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচএম জহিরুল হক এবং গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো।

এসময় উপাচার্য অধ্যাপক এইচএম জহিরুল হক বলেন, “ইউল্যাবের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম ডিপার্টমেন্টকে ধন্যবাদ এমন আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্যে। আশাকরি এই উৎসব আরো অনেক বড় পরিসরে আয়োজনের মধ্য দিয়ে অনেক দূর এগিয়ে যাবে”।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতিন রহমান বলেন, “সিনেমাস্কোপের সাথে আমার বন্ধুত্ব অনেক দিনের। এই উৎসব আরো দীর্ঘ দিন চলবে। এর ব্যাপ্তি বিশ্বময় ছড়িয়ে পড়ুক এই আশাই আমি করি”।

এছাড়াও সিনেমাস্কোপকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো বলেন, “সিনেমা তৈরির জন্যে বিভিন্ন রকম মাধ্যম ব্যবহার করা যায়। যেগুলোর অনেক বিষয় সম্পর্কে আমরা জানিও না। আর সেই সব মাধ্যমগুলো ব্যয়বহুলও বটে। কিন্তু মোবাইল ফোনেও সিনেমা তৈরি করা যায় এবং তাতে খরচও অনেক কম”।

তিনি আরও বলেন, সিনেমাস্কোপ এমন একটি সংগঠন যেটা মোবাইল ফোনের ব্যবহার করে কিভাবে সিনেমা বানানো যায় তা তুলে ধরেছে। পাঁচ বছর ধরে চলা তাদের এই উৎসব আরো অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১৫ সালে ইউল্যাবের সিনেমাস্কোপের হাত ধরে যাত্রা শুরু করেছিল এই আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব। যার ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো ২০১৯ আসরের উৎসব শুরু হয়েছে। মোবাইল চলচ্চিত্র উৎসব সবার জন্য উন্মুক্ত থাকছে।

 

Bootstrap Image Preview