Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ‘রেসিংট্রাকে’ সৌদি নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৭ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৪ PM

bdmorning Image Preview


সৌদি নারীদের ওপর থেকে গত বছরের মাঝামাঝি সময়ে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির সরকার। এর পরেই রাজপথে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয় দেশটির নারীদের।

তবে এবার রেসিং কারের স্টিয়ারিং হাতে তুলে নিয়েছেন এক সৌদি নারী। রেসিং কার চালিয়ে রীতিমতো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন রিমা আল জুফালি নামে ওই নারী।

গত বছরের জুন মাসে ১০ নারীর লাইসেন্স প্রাপ্তদের মধ্যে তিনিও ছিলেন। জানা গেছে, ফর্মুলা কার রেসিং স্কুলে প্রশিক্ষণ নিয়েছেন রিমা। কলেজে পড়ার সময় ফর্মুলা ওয়ানের প্রতি ঝোঁক ওঠে তার।

অপেক্ষাটা শুধু ছিল রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার দিকে। সৌদি নারী হয়ে গাড়ির রেসে নিজের নাম লেখাতে কম কাঠখড় পোড়াতে হয়নি রিমাকে। রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে চার বছর ধরে পরিবারকে বুঝিয়ে অবশেষে রাজি করেন জেদ্দার অধিবাসী রিমা।

এ বিষয়ে আরবীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, প্রথমে তার ইচ্ছার বিরোধিতা পরিবারসহ অনেকেই করেছেন। তবে এখন ১০ গুণ মানুষকে তিনি তার সমর্থনে পাশে পাচ্ছেন।

গেল অক্টোবরেই প্রথম রেসে অংশ নেন রিমা। সেরি ছিল জিটি ৮৬ কার দিয়ে। গত ডিসেম্বরে একটি রেস জিতেছেন এই সৌদি নারী রেসার।

Bootstrap Image Preview