Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাকার জন্য নিজেকেই অপহরণ!

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৩ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৩ PM

bdmorning Image Preview


আশুলিয়ায় শাহাদাত হোসেন (২৮) নামের এক পোশাক কারখানার শ্রমিককে আটক করেছে পুলিশ। ঋণের টাকা শোধ করতে না পেরে অপহরণের নাটক সাজানোর অপরাধে আটক করা হয় তাকে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত  শাহাদাত হোসেন বগুড়া জেলার শেরপুর থানার চরপাথালীয়া গ্রামের মো. মিন্টু মন্ডলের ছেলে। 

তিনি বর্তমানে আশুলিয়ার গাচীরচট এলাকায় বসবাস করতো ও ডিইপিজেডের ইয়াংওয়ান পোশাক কারখানায় চাকরিরত ছিল।

পুলিশ জানায়, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকালে কারখানা ছুটির পর থেকে নিখোঁজ ছিলেন শাহাদাত হোসেন। প্রথমে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে সেই মুঠোফোন থেকেই অপর একজন ফোন দিয়ে তার বাবা-মার কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। 

এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি বাবা মিন্টু মন্ডল লিখিত অভিযোগ করেন আশুলিয়া থানায়। পরে সেই অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালায় আশুলিয়া থানা পুলিশ। পরে আশুলিয়া ভাদাইল এলাকা থেকে শুক্রবার সকালে উদ্ধার করা হয়। 

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) বিলায়েত হোসনে জানান, তাকে উদ্ধারের পর অপহরণের বিষয়টি সন্দেহজনক মনে হলে অপহৃত শাহাদাত মন্ডলকে জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে, টাকার জন্য নিজেই নিজেকে অপহরণের নাটক সাজায়। 

পরে অপহরণের নাটক সাজানো ও প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
 

Bootstrap Image Preview