Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামী ৫০ বছরে সম্পূর্ণ বিলুপ্ত হবে সুন্দরবনের বাঘ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০২ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ৫০ বছরের মধ্যে সুন্দরবনের বাংলাদেশ অংশ থেকে রয়েল বেঙ্গল টাইগার বিলুপ্ত হয়ে যেতে পারে।

সম্প্রতি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী গবেষণার ভিত্তিতে এ আশঙ্কার কথা জানিয়েছেন।

জানা যায়,গত ৪২ বছরে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনে বাঘের সংখ্যা এক-তৃতীয়াংশে নেমে এসেছে। সরকারের বনবিভাগের জরিপ অনুযায়ী ২০০৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৪৪০। একই সংস্থার জরিপে ২০১৫ সালে বাঘের সংখ্যা দাঁড়ায় ১০৬। বেসরকারি বিভিন্ন জরিপেও প্রায় একইরকম তথ্য উঠে এসেছে। এ বছর অর্থাৎ ২০১৭ সালের অক্টোবর মাসে যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয় প্রকাশিত ‘সুন্দরবনের বাঘ সমীক্ষায়’ বলা হয়েছে, সুন্দরবনে বাঘের সংখ্যা ১২১। বিভিন্ন জরিপে যে সংখ্যাই প্রকাশ পাক না কেন, এ কথা সত্য যে, সুন্দরবনে বাঘের সংখ্যা ধীরে ধীরে কমছে।

অস্ট্রেলিয়ার জেমস কুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিল লওরেন্স বলেন, ‘বর্তমানে সুন্দরবনে চার হাজারেরও কম রয়েল বেঙ্গল টাইগার রয়েছে। বিশ্বের বিড়াল প্রজাতির সবচেয়ে বড় এ প্রাণীর জন্য এই সংখ্যা একেবারেই অল্প। একসময় সুন্দরবনের বিশাল এলাকাজুড়ে এদের বিচরণ ছিল। আর এখন ছোট ছোট এলাকায় এক রকম অবরুদ্ধ হয়ে পড়েছে প্রাণীগুলো।

বাঘসহ অন্যান্য প্রাণীর বেঁচে থাকার জন্য সুন্দরবনের নিচু এলাকাগুলো ভবিষ্যতে কতটুকু উপযুক্ত থাকবে, তা নির্ণয় করতে গবেষকরা ‘কম্পিউটার সিমুলেশন’ পদ্ধতি প্রয়োগ করেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রবণতাও বিশ্লেষণ করেন তাঁরা। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির বিষয়টিও এ গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানদণ্ড ছিল।

বাংলাদেশের (আইইউবি) সহকারী অধ্যাপক শরিফ মুকুল বলেন, ‘আমাদের গবেষণায় প্রাপ্ত ফলের সবচেয়ে ভয়ের দিকটি হলো, ২০৭০ সালের মধ্যে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের পুরো আবাস্থলই বিলুপ্ত হয়ে যাবে।

লওরেন্স বলেন, ‘জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ক্রমবর্ধমান শিল্পায়ন, বনের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ এবং শিকারও সুন্দরবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ, রয়েল বেঙ্গল টাইগার উভয় সংকটে পড়েছে। একদিকে মানবসৃষ্ট কারণ, আরেক দিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব।’

তবে সুন্দরবন কিংবা রয়েল বেঙ্গল টাইগার রক্ষার আশা একেবারে ফুরিয়ে যায়নি বলেও জানিয়েছেন গবেষকরা। তাঁরা বলছেন, শিকার বন্ধের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিলে পরিস্থিতি পাল্টানো সম্ভব।

Bootstrap Image Preview