Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইজতেমায় গরম তরকারি গায়ে লেগে ৫ মুসল্লি আহত, এক জন হাসপাতালে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০১ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০১ PM

bdmorning Image Preview


ইজতেমার মাঠে মুসল্লিরা রান্না করছিলেন। রান্না শেষে ডাল আর তরকারি সরাতে গিয়ে মুসল্লিদের শরীরে পড়ে। এই ঘটনায় পাঁচ মুসল্লি আহত হয়েছেন।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ব ইজতেমার ২নং খিত্তায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে জানা গেছে, ইজতেমার মাঠে মুসল্লিরা দুপুরের রান্না করছিলেন। রান্না শেষে ডাল আর তরকারি সরাতে গিয়ে মুসল্লিদের শরীরে পড়ে। এতে চার থেকে পাঁচজন আহত হন।

এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই মুসল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। অনেকেই সিলিন্ডার বিস্ফোরণের গুজব শুনে আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে পড়ে যান। অনেক মুসল্লিকে মাঠের পাশের তুরাগ নদের পানিতে ঝাঁপ দিতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী হামিদ মিয়া বলেন, সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। ভিড়ে ঠেলাঠেলিতে গরম তরকারি ও ডাল পড়ে চার থেকে পাঁচজন সামান্য আহত হয়েছেন। কারও হাত-পা সামান্য পুড়ে গেছে।

Bootstrap Image Preview