Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বৃহস্পতিবার, মে ২০১৯ | ৯ জ্যৈষ্ঠ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ভালোবাসা দিবসে তামিম-পরীমনির বাগদান

নিয়াজ শুভ
বিডিমর্নিং ডট কম
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০১ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৮ PM

bdmorning Image Preview


ডানা থাকলেই সব পরীর সৌন্দর্য নজর কাড়ে না। আবার কিছু কিছু ডানা কাটা রমণী পরীর চেয়েও সুন্দর। তাদের সৌন্দর্য কিসের সাথে তুলনা করলে সঠিক হবে সেটি দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দেয়। তাই সৌন্দর্য বিচারে না যাওয়ায় উত্তম। তেমনই একজন ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মুখ পরীমনি।

পরীমনির প্রেমে পড়েনি এমন লোক খুব কমই আছে। কেউ হয়তো তার অভিনয়ের প্রেমে, আবার কেউ তার মিষ্টি হাসির প্রেমে হৃদয় হারিয়েছেন। কিন্তু যার প্রেমে এত মানুষ পাগল, সেই পরী কার প্রেমে মজেছেন?

এটি অবশ্য বলার অপেক্ষা রাখে না। কারণ পরীর প্রেমের কথা সকলের জানা। ‘লাভগুরু’ খ্যাত তামিমের হাসানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। তাদের সেই প্রেমকে পরিণয়ে রূপ দিতে বিশ্ব ভালোবাসা দিবসে বাগদান সারলেন পরী-তামিম।

বাগদানের জন্য আগে থেকেই এই দিনটিকে বেছে নিয়েছেন তারা। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বসে বাগদান হয়েছে আমাদের। এখনো অনেকগুলো প্রোগ্রাম বাকি রয়েছে। সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে করতে চাই।’

কবে বিয়ে করছেন? এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, ‘কোনো এক ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে। বিয়ের জন্য আমার আরো একটু পরিপক্কতা লাগবে।’

Bootstrap Image Preview