Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কানাডা ও সুইজারল্যান্ডে পানি চুরি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২২ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সুইটজারল্যান্ড এবং কানাডায় আইসবার্গ থেকে আনা ৩০ হাজার লিটার মূল্যাবান পানি চুরির ঘটনা ঘটেছে। পোর্ট ইউনিয়ন শহর থেকে চুরি যাওয়া ওই পানি উদ্ধারে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

গত সপ্তাহে পোর্ট ইউনিয়ন শহরের একটি গুদাম থেকে পানি চুরি করা হয়েছে ।

জানা যায়,বিশুদ্ধতার জন্য গ্রিনল্যান্ডের বরফের চাঁই থেকে সংগৃহীত আইসবার্গের পানির দাম অনেক বেশি। ভদকা, স্পিরিট, প্রশাধন সামগ্রী তৈরির জন্য এই পানি ব্যবহার করা হয়। বোতলজাত করেও এই পানি বিক্রি করা হয়। তবে এ ক্ষেত্রে এক কেস পানির দাম শত ডলারও ছাড়িয়ে যায়। পোর্ট ইউনিয়ন শহরের গুদামে থাকা পানি ভদকা তৈরির জন্য সংরক্ষিত ছিল। চুরি যাওয়া এই পানির দাম ৯ থেকে ১২ হাজার কানাডীয় ডলারোলে

কেন্দ্রীয় পুলিশের কনস্টেবল অ্যান্ডি রেনউইক বলেন, আমরা একটি ট্যাংকার ট্রাক অথবা একটি ট্রাক্টর ট্রেইলারের খোঁজ করছি।
আইসবার্গ পানি কোম্পানির এক কর্মকর্তা বলেছেন , সম্ভবত স্থানান্তরের সময় এই পানি চুরি হয়েছে।

এদিকে , গত বছর সুইটজারল্যান্ডের তীব্র গরমে ডিহাইড্রেশনে ভুগছিল অনেক গরু, সেকারণে তাদের জন্য পানি আনতেই দেশটির সেনাবাহিনী অভিযান চালিয়েছিলেন।
 

Bootstrap Image Preview