Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোলায় অপহরণের ১০ ঘণ্টা পর দাখিল পরিক্ষার্থী উদ্ধার

শরীফ হোসেন, ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৩ AM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০১ AM

bdmorning Image Preview


ভোলার তজুমদ্দিনের চাচড়া দাখিল মাদ্রাসার ২০১৯ সালের দাখিল পরিক্ষার্থী ছাত্রীকে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি ও শারীরিক বিষয়ে পরীক্ষা দেয়ার জন্য মাদ্রাসায় আসার পথে অপহরণের ঘটনা ঘটে। তবে দীর্ঘ ১০ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌর ৮টার দিকে পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।

চাচড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আঃ মতিন জানান, বৃহস্পতিবার সকালে ২০১৯ সালের দাখিল পরিক্ষার্থীরা কৃষি ও শারীরিক বিষয়ে পরিক্ষা দেয়ার জন্য মাদ্রাসায় আসছিল। এসময় শম্ভুপুর ইউনিয়নের ফরিদ পাটওয়ারীর ছেলে রাহাদ পাটওয়ারী ১০/১২ জন মিলে পরিক্ষার্থী ওই ছাত্রীকে জোড়পূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাৎক্ষনিক শিক্ষার্থীদের মাধ্যমে ঘটনা শুনে পুলিশকে জানাই।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ জানান, ঘটনার পরপরই আমরা ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাতে থাকি। অবশেষে দীর্ঘ ১০ ঘণ্টা চেষ্টার রাত পৌনে ৮টার দিকে বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এদিকে অপহরণকারী ও মাইক্রোবাসের ড্রাইভার-মালিককে সনাক্ত করা হয়েছে। সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

Bootstrap Image Preview