Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিপিপি’র স্বেচ্ছাসেবকদের মাঝে উপকরণ বিতরণ

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২২ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২২ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগকালীন সময় ব্যবহারের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচি (সিপিপি) কলাপাড়ার অয়োজনে এসব বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভির রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোয়াজ্জোম হোসেন।

এছাড়াও কলাপাড়া সিপিপি’র সহকারী পরিচালক আছাদুজ্জামান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির উপজেলা কমিটির প্রধান আবদুল মোতালেব হাওলাদার, লতাচাপলি ইউনিয়ন কমিটির প্রধান সফিকুল আলম, স্বেচ্ছাসেবক মর্জিনা বেগম প্রমুখ।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য উপজেলার ১২টি ইউনিয়নের ১৫৮ ইউনিটের মোট ২৩৭০ জন স্বেচ্ছাসেবকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে।

প্রথম দিন উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৪টি ইউনিটের স্বেচ্ছাসেবদের মধ্যে বেস্ট, রেইন কোর্ট,গামবুট, হেলমেট, লাইফ জ্যাকেট, টর্চ লাইট, উদ্ধার ব্যাগ, প্রাথমিক চিকিৎসার ফাস্ট এইড ব্যাগ ও স্ট্রেচার বিতরণ করা হয়।

 

 

Bootstrap Image Preview