Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে ১০৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৪ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৮ AM

bdmorning Image Preview


নীলফামারী সদরে ১০৪ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে মাস্টার পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জেলা শহরের মাস্টার পাড়া মহল্লার অলিয়ার রহমানের ছেলে ও আইনজীবি সহকারী (মুহুরী) লিটন সরকার (৩৪) ও সদরের পঞ্চপুকুর ইউনিয়নের দক্ষিণ মিস্ত্রী পাড়া গ্রামের মহব্বত হোসেনের ছেলে সুমন ইসলাম (২০)।

জানা গেছে, মাস্টার পাড়া এলাকায় ফেন্সিডিল বিক্রির খবর পেয়ে নীলফামারী ডিবি পুলিশের এসআই রেজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই দুই জনকে চার বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেন। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী সুমনের ঘরের টেবিলের নিচ থেকে আরো ১’শত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই রেজানুর রহমান বাদী হয়ে নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

অপরদিকে একই ঘটনায় আরো তিন মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। তারা হলেন- রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আবুল কালামের ছেলে ও নীলফামারী জেলা কারাগারের কারারক্ষী সুমন মিয়া (২২), জেলার কিশোরঞ্জ উপজেলার শালমারা গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৫৫) ও দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার মোক্তারপুর (ডাঙ্গাপাড়া) গ্রামের জাকারিয়া ওরফে জাকির (৪৫)। 

নীলফামারী ডিবি পুলিশের ওসি আফজালুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নীলফামারী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সুমন ইসলাম এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই তিনিসহ বাকী তিন আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview