Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৪ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৪ PM

bdmorning Image Preview


“ভালবাসা দিবসে, ভালবাসুন সুন্দরবনকে” এই প্রতিপাদ্যে ১৯তম সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরার মুন্সিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সুন্দরবন সুরক্ষা কমিটি সাতক্ষীরা ও সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম সেন্টারের উদ্যোগে সুন্দরবনের আকাশ নীলা ইকো ট্যুরিজম থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি মুন্সিগঞ্জ ফরেস্ট ক্যাম্পে এসে শেষ হয়। পরে মুন্সিগঞ্জ ফরেস্ট ক্যাম্প চত্বরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুন্দরবন সুরক্ষা কমিটি সাতক্ষীরার আহবায়ক সালাহউদ্দিন বাপ্পীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল শাহাদাৎ পলাশ, বুড়িগোলিনী স্টেশন কর্মকর্তা কে.এম কবিরুদ্দীন, মুন্সিগঞ্জ ফরেস্ট ক্যাম্প কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সুন্দরবনকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সুন্দরবনের পর্যটন শিল্প উন্নয়নের পাশাপাশি সুন্দরবনের বনজীবিদের প্রবেশের ক্ষেত্রে সঠিক নীতিমালা প্রণয়নের দাবি জানান।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

Bootstrap Image Preview