Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে নজরুল সম্মেলন

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৫ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৫ PM

bdmorning Image Preview


নানা আয়োজনে পটুয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ডিসি স্কয়ার মঞ্চে এ সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।

এর আগে শিশু একাডেমি থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে ডিসি মঞ্চে শেষ হয়। কবি নজরুল ইনষ্টিটিউটের উদ্যোগে ও পটুয়াখালী জেলা প্রসাশনের সহযোগিতায় এ কর্মসূচি উৎসবমূখর পরিবেশে পালিত হচ্ছে।

তিন দিনের এ কর্মসূচিতে রয়েছে আলোচনা সভা, কবিতা পাঠ, সংগীত, নৃত্য, নজরুলের জীবন পরিক্রমা তথ্যচিত্র প্রদর্শনী ও গ্রন্থমেলা। অনুষ্ঠানে দেশ বরেন্য সাংস্কৃতিক ও সংগীত ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন।

জেলা প্রশাসন জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকছেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস এবং বিশেষ অতিথি পুলিশ সুপার মাইনুল হাসান। এ ছাড়াও উপস্থিত থাকবেন কবি নজরুল ইসলাম ইনষ্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঞা, নজরুল ইসলাম ইনষ্টিটিউটের সচিব মো. আব্দুর রহমানসহ নেত্রীবৃন্দরা।

পটুয়াখালী সরকারি কলেজের উপ-অধ্যক্ষ প্রফেসর মুহাম্মাদ শাহ আলমগীর ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনসহ জেলা প্রশাসন ও বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও শহরের গনমান্য ব্যাক্তিবর্গ এ সম্মেলনে অংশ নেয়।

Bootstrap Image Preview