Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারী শিক্ষিকাদের আটকে রেখে ছাত্রীদের কিল-ঘুষি মারলেন প্রধান শিক্ষক

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৯ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


নারী শিক্ষিকাদের আটকে রেখে প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় ফুসে উঠেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সহকারী শিক্ষকগণ। এর বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয় ঘেরাও করেছে তারা।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে হবিগঞ্জের বাহুবলে হরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, হরিতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ চৌধুরী পঞ্চম শ্রেণির এক ছাত্রীর গায়ে হাত তুলে শাসন করছিলেন। গায়ে হাত তুলে শাসন করার প্রতিবাদ করেন সহকারী শিক্ষকরা।

প্রতিবাদ করায় তিনি নারী শিক্ষিকাদের অফিস কক্ষে আটকিয়ে বাহিরে থালা দেন। পরে আবারও পঞ্চম শ্রেণির ক্লাসে ডুকে জনৈক ছাত্রীসহ অন্যান্য ছাত্রীদেরকে কিল-ঘুষি মারেন।

খবর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রধান শিক্ষকের কবল থেকে রুমের তালা খুলে শিক্ষিকাদের বের করেন। শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের এহেন আচরণের হয়ে মিছিল বের করে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় ঘেরাও করে।

অভিযুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ চৌধুরী বলেন, ঘটনাটি সম্পূর্ণ সাজানো নাটক। স্কুলের সভাপতি স্কুলের বিভিন্ন কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করেন। সেই সুযোগ না দেওয়ায় তিনি আমার বিরুদ্ধে এই অপপ্রচার শুরু করছেন।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীরা আমার অফিসে এসেছিল, আমি তাদের অভিযোগ শুনেছি। আগামীকাল উভয় পক্ষেরই বক্তব্য শুনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, যদি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview