Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পেঁয়াজবোঝাই ট্রাকে ফেনসিডিল, ড্রাইভার ও হেলপার আটক

হিলি প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২১ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২৩ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ঘোড়াঘাটে পেয়াঁজ বোঝাই ট্রাক থেকে ৮০০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খেতাব মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃত ড্রাইভার মাহবুর রহমান (৪০) হলেন দিনাজপুরের সদর থানার সুইহারী এলাকার হাসেম আলীর ছেলে এবং হেলপার একই থানার রবিউল ইসলামের ছেলে নুরইসলাম (৪৫)।

পুলিশ জানান, মাদকের বড় একটি চালান হিলি স্থলবন্দর থেকে পেযাঁজ বোঝাই ট্রাকে করে ঢাকা উদ্দ্যেশে রওনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে খেতাব মোড় এলাকায় পুলিশ সদস্যরা ওত পেতে থাকে। এ সময় ট্রাকটি ঘটানস্থলে আসলে পুলিশ সদস্যরা ট্রাকটিকে আটক করে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় রাখা পেয়াঁজের বস্তার ভিতর থেকে ৮শ' বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ফেনসিডিল বহন করার অভিযোগে ট্রাকের ডাইভার ও হেলপারকে আটক করে পুলিশ।

আটকৃতদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Bootstrap Image Preview