Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে ছাতকে ১৬ প্রার্থীর ১৪জনই আ'লীগের, অংশ নিচ্ছে না বিএনপি

হাসান আহমদ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৩ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview


উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশ না নেয়ায় ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির কোন প্রার্থী নির্বাচনে অংশ নেননি। তবে উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এছাড়া জাতীয় পার্টি থেকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে উপজেলা জাপা নেতা শামীম আহমদ। চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬জন প্রার্থীর মধ্যে ১৪জন প্রার্থী আওয়ামী লীগপন্থী।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা-কর্মীদের সাথে নিয়ে ইজাজুল হক রনি ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে নিয়ে শামীম আহমদ উৎসব মুখর পরিবেশে স্ব স্ব মনোনয়ন পত্র দাখিল করতে দেখা গেছে। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অলিউর রহমান চৌধুরী বকুল এবং আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে বর্তমানে যারা প্রার্থী হয়েছেন বিগত উপজেলা নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিগত নির্বাচনে ৩৩হাজার ৮শ’ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন অলিউর রহমান চৌধুরী বকুল। ১৯হাজার ৭শ’ ভোট পেয়ে আওলাদ আলী রেজা ৩য় স্থানে ছিলেন। প্রায় ২৪হাজার ভোট পেয়ে ২য় স্থানে থাকা জামাতের প্রার্থী এড. রেজাউল করিম তালুকদার এ বছর প্রার্থী হননি।

বর্তমানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান এরআগে একবার নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোয় জামানত হারিয়েছিলেন। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, শাহীন চৌধুরী, আতাউল হক সানি, বাবুল রায়, আব্দুল গাফফার, এড. মাছুম আহমদ ও লোকমান হোসেন আওয়ামী লীগ ঘরানার। বিএনপির ইজাজুল হক রনি ও জাপার শামীম আহমদ হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিখা রানী দে, লিপি বেগম, রাবেয়া বেগম ও নাসিমা আক্তার চামেলী আওয়ামী লীগ ঘরানার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

Bootstrap Image Preview