Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিএনপি-ঐক্যফ্রন্টের গণশুনানি গণতামাশা : কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০০ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০০ PM

bdmorning Image Preview


বিএনপি-ঐক্যফ্রন্টের গণশুনানিকে গণতামাশা গণতামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ( ১৪ ফেব্রুয়ারি) দুপুরের ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, গণশুনানির বিচারপতি হিসেবে যখন ড. কামাল হোসেনের নাম আসে। এটা গণশুনানির নামে তামাশা ছাড়া কিছুই না।

নির্বাচনী ট্রাইবুলানে বিএনপি -ঐক্যফ্রন্টের মামলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি অস্তিত্ব টিকিয়ে রাখতে মামলা ও নালিশ ছাড়া কোনো পথ নেই। এগুলো করে তারা নেতাকর্মীদের সজাগ রাখে। তাদের এখন মামলা আর নালিশ সম্পদ। যখন পারবে না তখন কান্নাকাটি করবে। নির্বাচনী ট্রাইবুনালের মামলা হচ্ছে এতে অসুবিধা কোথায়। আমরা মামলা মোকাবেলা করবো বলে যোগ করেন কাদের।

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কয়েকজন প্রার্থীর রদবদল প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তৃণমূলের অভিযোগ ক্ষতিয়ে দেখে তদন্ত করেই রদবদল করা হয়েছে। তবে এর সংখ্যা বেশি নয়, ৪-৫ টি।

'দেশ এখন পুলিশি রাষ্ট্র' ১৪ দলের শরিকদল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষোভ-দুঃখ থেকে তিনি এ কথা বলতে পারেন। তবে তার এ বক্তব্যে ব্যাখা জানান নেই। যথা সময়ে আওয়ামী লীগের কাউন্সিল হবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক।

এসময়ে আরও উপস্থিত ছিলেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুব, ত্রান ও সমাজকল্যাণ বিষয় সম্পাদক সুজিত নন্দী, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল প্রমুখ।

Bootstrap Image Preview