Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমার অসহায় মন!

গোলাম মোস্তফাঃ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪৮ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪৯ PM

bdmorning Image Preview


আমার অসহায় মন!

মো:গোলাম মোস্তফা (দুঃখু)

 

 এখনো বসে থাকি তোমার অপেক্ষায় !

তুমি কি এখনো আগের মতো অপেক্ষা করো ?

 

ভাবনার রঙ যখন ছবি আঁকতে চায় ।

তখনি তোমার ছবি মনের জানালায় ,

উকি দিয়ে বলে

সাগর পাড়ে তুমি কি এখনো আসো ।

 

আমার সাগর কান্না ভালো লাগে না !

ঢেউ এর চিৎকার ভালো লাগে না ।

 

মধ্যরাতে সাগরের মায়া ,

আমাকে অসহায় করে রাখে ।

 

হৃদয় আয়না তখন মাতাল থাকে ,

তুমি আসবে কিনা এই ভেবে ।

 

সাগরের ঢেউ যখন নিরব হয় ,

মধ্যরাতে চাঁদের আলোতে ।

 

তুমি আসবে কিনা খবর নিতে চায় ।

আমার অসহায় মন !

 

 

তোমার কি ইচ্ছে করে সাগরের বুকে ভাসতে !

যদি ইচ্ছে হয় চলে এসো ।

সাগরের বুকে ,

কাঠের ভেলা হয়ে তোমার অপেক্ষায় থাকবো।

 

তোমার হাসি দেখার জন্য ,

সাগরের বুকে বালি কণা হয়ে শুয়ে আছি।

 

আসবে তো মাতাল সাগরের কাছে !

চাঁদের আলোতে তোমার ছায়া দেখবো ।

সাগরের বুকে ভাসতে ভাসতে !

Bootstrap Image Preview