Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দু'পক্ষের `গোলাগুলিতে’ সাজাপ্রাপ্ত আসামি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৫ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৫ PM

bdmorning Image Preview


লক্ষ্মীপুরের কমলনগরে দুই দল ডাকাতদের মধ্যে গোলাগুলিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইন উদ্দিন মানু (৪৪) নিহত হয়েছে।

বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

জানা যায়,চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দ্বিনা মাঝির খেয়াঘাট সংলগ্ন মতলব মাঝির পরিত্যক্ত বাড়িতে ডাকাত দলের অন্তঃকোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ডাকাত মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি মো. আলমগীর হোসেন বলেন, নিহত মাইন উদ্দিন চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান আহাম্মদ পাটোয়ারির ছেলে।তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে ফেনী, নোয়াখালির চাটখিল, লক্ষ্মীপুর সদর ও কমলনগর থানায় ৬টি মামলা রয়েছে।

এদিকে, রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গুলি বিনিময়ে ফজলুল হক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি ভোররাত পোনে দুইটার দিকে জেলার চারঘাট উপজেলার রাউধা পরানপুর এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Bootstrap Image Preview