Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজ পরিবারে ফিরতে চায় আইএস'এ যোগ দেয়া ব্রিটিশ স্কুল শিক্ষার্থী শামীমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৩ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৩ AM

bdmorning Image Preview


ইসলামিক স্টেট বা আইএসে যোগ দেয়ার জন্য ২০১৫ সালে লন্ডন থেকে পালিয়ে যাওয়া তিন স্কুল শিক্ষার্থীর মধ্যে একজন ফেরত আসতে চাচ্ছে। সে বলছে, তার কোনও অনুশোচনা নেই। তবে সে যুক্তরাজ্যে ফিরতে চায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে শামীমা বেগম (১৯) নামের ওই শিক্ষার্থী জানায়, সে চোখের সামনে মানুষের শিরশ্ছেদ করতে দেখেছে। কিন্তু এতে তার মধ্যে কোনো ভয় কাজ করেনি।

সিরিয়ার একটি শরণার্থী শিবিরে টাইমসের সঙ্গে কথা বলে এই ব্রিটিশ স্কুল শিক্ষার্থী জানায়, সে এখন নয় মাসের গর্ভবতী। মূলত তার অনাগত সন্তানের জন্যই দেশে ফিরতে চায় সে। তার আরো দুই সন্তান ছিল কিন্তু মারা গেছে।

এদিকে তার সঙ্গে আইএসে যোগ দেয়া বাকি দুই স্কুল শিক্ষার্থী সম্পর্কে জানিয়েছে শামীমা বলেছে, তার এক বন্ধু বোমা হামলায় মারা গেছে এবং অন্য একজন কোথায় আছে তার জানা নেই।

প্রসঙ্গত, বেথনাল গ্রিন একাডেমির শিক্ষার্থী শামীমা বেগম, আমিরা অ্যাবেস এবং খাদিজা সুলতানা ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে আইএসে যোগ দিতে যুক্তরাজ্য ছাড়েন। তখন শামীমা ও আমিরার বয়স ১৫ এবং খাদিজার বয়স ছিল ১৬।

Bootstrap Image Preview