Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজকের জন্য ‘ফ্রেমে বন্দী ভালোবাসা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৫ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৫ AM

bdmorning Image Preview


শুভ ঢাকার ছেলে। তিথি থাকেন খুলনায়। রং নাম্বারে তাদের পরিচয়। সেখান থেকেই আলাপ শুরু। আস্তে আস্তে নিজেদের বেশ গভীরে চলে যান তারা।

একবার তিথির বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানের জন্য শুভ খুলনায় যায়। বিয়ে বাড়ির নানা আয়োজন, গায়ে হলুদের নানা রকম প্রস্তুতিতে অংশ নেন তিনি। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ফ্রেমে বন্দী ভালোবাসা’। প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় এতে শুভ চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং তিথি চরিত্রে আছেন মেহেজাবিন চৌধুরী।

নাটকটি প্রসঙ্গে প্রবীর রায় চৌধুরী বলেন, ‘বেষ্ট ফ্রেন্ড’ ও ‘লাভ ভার্সেস ক্রাশ’র পর এটি আমার নতুন নাটক। পারিবারিক এবং রোমান্টিক গল্প নিয়ে নাটকটি নির্মিত। আশা করছি গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখবে।

গুড কোম্পানীর ব্যানারে নির্মিত ও ‘মোজো’ নিবেদিত ‘ফ্রেমে বন্দী ভালোবাসা’র তিনটি গানের সুর করেছেন পিরান খান, অভ্রদিপ্ত ও আলভির। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আবির, ইপু, অদিতি ও অন্তরা।

উল্লেখ্য, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাভিশন টিভিতে নাটকটি প্রচার হবে।

Bootstrap Image Preview