Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বসন্ত বরণ উৎসব

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৩ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৩ PM

bdmorning Image Preview


শীতের শুকনো বিবর্ণ সময় পেরিয়ে প্রকৃতিতে লেগেছে রঙ ও প্রাণের ছোঁয়া। হাজারো বাহারি ফুলে ভরে উঠেছে প্রকৃতি। নাগরিক জীবনেও লেগেছে ফাগুনের মাতাল হাওয়ার স্পর্শ। আজ পহেলা ফাল্গুন। সূর্য উঠার সাথেই হেসে উঠলো ঋতুরাজ বসন্ত। চুয়াডাঙ্গায় বসন্তকে বরণ করে নিতে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করা হয়।

দিনটি উপলক্ষে বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে নানা বয়সী মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসনের কার্যালয় থেকে বের হওয়া গোটা শোভাযাত্রা জুড়েই যেন লেগেছিল বাসন্তী আর হলুদ রঙয়ের ছোঁয়া।

এসময় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।

নারীরা নিজেদের বসন্তের সাজে সাজাতে খোপায়-গলায়-মাথায় পড়েছিল গাঁদা ফুলের মালা। হাতে রেশমি চুড়ি আর পরনে বাসন্তী রঙ্গের শাড়ি। বসন্ত উপলক্ষে পুরুষদের পরনেও শোভা পাচ্ছে রঙিন পাঞ্জাবি, ফতুয়া। সব মিলিয়ে প্রকৃতি আর মানুষ বসন্তের আমেজে মিলেমিশে একাকার।

শোভাযাত্রা শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের টেনিস গ্রাউন্ডে বসন্ত উৎসব উদযাপন পরিষদ আয়োজনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের শুরুতেই বসন্তের গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

পরে চুয়াডাঙ্গার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বরেণ্য শিল্পীদের নানা পরিবেশনায় মুখরিত হয় টেনিস গ্রাউন্ড চত্বর। এছাড়াও একই স্থানে ১৬১ রকমের নানান স্বাদের পিঠা নিয়ে রাত পর্যন্ত চলে পিঠা উৎসব।

 

Bootstrap Image Preview