Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভেনেজুয়েলা সংকট: যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪১ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দুই নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ চার্টারের ফ্রেমওয়ার্কের আওতায় থেকে বিষয়টি নিয়ে আলোচনায় রাশিয়া প্রস্তুত রয়েছে।

ফোনালাপে ভেনেজুয়েলা ইস্যু ছাড়াও দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলেন দুই নেতা।

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো।

২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি পিডিভিএসএর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে পদত্যাগে চাপ সৃষ্টিতে এই সিদ্ধান্ত নেয় তারা।

Bootstrap Image Preview