Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে মুক্তিযোদ্ধা সংসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৫ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৫ PM

bdmorning Image Preview


নরসিংদী জেলার মুক্তিযোদ্ধা সংসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জেলা কমান্ডার আব্দুল মোত্তালিব পাঠানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদে একটি কেক কাটা ও দেশের একাত্তরের যুদ্ধের তরুণ ইতিহাসের সূচনা উপস্থাপনা করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। আরও উপস্থিত ছিলেন থানা পর্যায়ে নেতৃত্বে থাকা মুক্তিযোদ্ধাগন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনকে উপলক্ষ করে চোখের অশ্রু ঝড়া পানি ঝরে যাচ্ছে এই মুক্তিযোদ্ধা সংসদে।
বিভিন্ন মুক্তি যোদ্ধা সদস্যরা পূর্ব পাকিস্তানের হাত থেকে দীর্ঘ ৯ মাস রাতের আঁধারে পরিজনকে ত্যাগ করে, কঠোর যুদ্ধ করে অর্জন করেছে এই সোনার বাংলাদেশ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই মুক্তিযোদ্ধাদের জন্য আমি কিছুই করতে পারিনি। তাই আমি আরও কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। আজকে আমাকে যে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে তা ভোলার মত নয়।

অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তার বক্তব্যে বলেন, ১৯৭২ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের কল্যাণে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতা ও আদর্শকে ধরে রাখতে আমরা নরসিংদী মুক্তিযোদ্ধা সদস্যরা গণতন্ত্রের পক্ষে সব সময় কঠোর ভূমিকা পালন করছি।

Bootstrap Image Preview