Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিমান কর্মকর্তাকে চাপা দিয়ে মারল বাস, শরীর ছিন্নভিন্ন করল গাড়ি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪১ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গাজীপুরে বাসচাপায় মো. আবুল হোসেন (৫০) নামে এক বিমান কর্মকর্তা নিহত হয়েছেন। পরে অন্য কয়েকটি গাড়ির চাপায় তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

বুধবার ভোর সোয়া ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকার গাছা রোডের মাথায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে বাসটির নাম জানা যায়নি।

নিহত মো. আবুল হোসেন (৫০) বাংলাদেশ বিমানের লোডার ট্রাফিক সহকারী। তার বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়ার তারগাছ এলাকায়।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, বিমানের গাড়িতে করে আবুল হোসেন প্রতিদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তার কর্মস্থলে যেতেন। বুধবার অফিসের গাড়ি ফেল করে আবুল হোসেন বাসে যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগতিতে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এরপর আবুল হোসেনের ওপর দিয়ে আরও কয়েকটি গাড়ি যাওয়ায় তার দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

পরে পরিচয়পত্রের মাধ্যমে নিহতের লাশ শনাক্ত করা হয়। সিটি ক্যামেরায় ছবি দেখে ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Bootstrap Image Preview