Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৯ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৯ PM

bdmorning Image Preview


নরসিংদীতে বিগত সময় ধরে প্রতিবন্ধী ও অসহায় মানুষদের মধ্যে বিভিন্ন আর্থিক সহযোগিতা করে আসছেন বিলাসদী ব্যাংক কলোনী সমাজ উন্নয়ন সংস্থা। অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র করেছেন সংস্থাটি।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নরসিংদী চেম্বার অব কমার্স ভবনের সামনে প্রতিবন্ধী ও অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

এ সময় আফছার উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জালাল উদ্দিন, সেক্রেটারী মনিরুজ্জামান মনির, আলতাফ হোসেন, মোখলেসুর রহমান, হাবিব হোসেন, জসিম মিয়া, আজহার উল ইসলাম, রাহাত প্রমুখ।

এ সময় প্রধান অতিথি আবুল কালাম আজাদ বলেন, এই সংঘঠনটি সততা ও নিষ্ঠার সাথে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে। তাই আমরা জেনে বুঝে এই সংগঠনকে ১০০ কম্বল দেই বিতরণ করার জন্য। তাই এই সংগঠনটি প্রধান অতিথি হিসেবে আমাকে সংবর্ধনা দেওয়ায় আমি খুবই আনন্দিত ও এই সংগঠনকে একটি টিআর দেওয়ার ব্যবস্থা করে দিব এবং এই সংগঠনের কোন লোক আমার অফিসে আসলে যেকোন ধরনের সহযোগিতা করতে আমি সদদাই প্রস্তুত।

কম্বল নিতে আসা মোসাঃ শারমিন বেগম বলেন, বিলাসদী ব্যাংক কলোনী সংগঠনটি আমাদের বিগত সময় ধরে আর্থিক সহযোগিতা করে আসছে। তাই এভাবে যদি অধিকাংশ সংগঠন আমাদের অসহায় ও দারিদ্রতম মানুষের পাশে দাড়ায় তাহলে একদিন এই নরসিংদীতে দরিদ্র মানুষ থাকবে না। 

Bootstrap Image Preview