Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৩ ফেব্রুয়ারির মধ্যে মার্কিন ত্রাণ পৌঁছানোর নিশ্চয়তা চান গুইদো

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৪ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে ভেনেজুয়েলায় মার্কিন ত্রাণ পৌঁছানোর নিশ্চয়তা চান দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো। ক্ষমতাসীন মাদুরো সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ আগামী ২৩ ফেব্রুয়ারি ভেনেজুয়েলায় প্রবেশে সামরিক বাহিনী যেন কোনও প্রতিবন্ধকতা তৈরি না করে।

মঙ্গলবার মাদুরোর পদত্যাগ ও ত্রাণের দাবিতে রাজধানী কারাকাসে বিরোধীদের এক বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বিরোধীদের পাশাপাশি এদিন মাদুরো সমর্থকরাও ভেনেজুয়েলার রাস্তায় অবস্থান নিয়ে দেশে বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানায়। বিপরীতে বিরোধীরা বলছেন, তারা দেশে একটি পরিবর্তন দেখতে চান।

২৪ বছরের শিক্ষার্থী সোল বেটানকোর্ট আল জাজিরা’কে বলেন, আমার জন্মের পর থেকেই দুর্ভোগ, ব্যথা ও ক্ষুধায় আত্মীয়স্বজনদের দেশ ছেড়ে চলে যেতে দেখেছি। এভাবে চলতে পারে না।

এদিকে যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণসামগ্রী যেন দেশটিতে প্রবেশ করতে পারে সেজন্য করিডোর হিসেবে ব্যবহৃত একটি ব্রিজ খুলে দিতে কারাকাসের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোর অনুরোধে এসব ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে কলম্বিয়া সীমান্তের একটি ব্রিজ অবরোধ করে তা আটকে দেয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত সেনারা। ত্রাণ প্রত্যাখান করে যুক্তরাষ্ট্রকে বরং তেলের ওপর আরোপ করা অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মাদুরো।

মার্কিন সহায়তাকে 'সম্মানহানি'র প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করে মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার মানুষ ভিক্ষুক নয়। ফলে ওই ত্রাণ কিভাবে ভেনেজুয়েলায় পৌঁছাবে কিংবা আদৌ পৌঁছাবে কিনা, তা নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে টুইটারে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণের নিদারুণভাবে মানবিক সাহায্য প্রয়োজন। ক্ষুধার্ত মানুষের কাছে যেন এসব ত্রাণ পৌঁছানো যায় মাদুরো সরকারকে অবশ্যই সে ব্যবস্থা করতে হবে।

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো। ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি পিডিভিএসএর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে পদত্যাগে চাপ সৃষ্টিতে এই সিদ্ধান্ত নেয় তারা। সেই প্রসঙ্গ টেনে মাদুরো যুক্তরাষ্ট্রের উদ্দেশে তার ভাষণে বলেন, 'ভেনেজুয়েলাকে সহায়তা দিতে চাও? তাহলে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করো।'

২৩ জানুয়ারি পশ্চিমা সমর্থিত গুইদো ঘোষণা দেন, ভেনেজুয়েলাবাসীর জন্য তিনি আন্তর্জাতিক ‘ত্রাণ সহযোগীদের’ নেটওয়ার্ক তৈরি করবেন। তার অনুরোধে ত্রাণ পাঠানোর ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।

Bootstrap Image Preview