Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিষণ কান্তি দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোহতাছিম বিল্যাহ্, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা,গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, মাটিরাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা শাহেদা ফারভিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, মাটিরাঙ্গা সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ আবুল হোসেন, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তুষিতা চাকমা, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাগর ভট্রাচার্য এবং সমির চন্দ্র বণিক।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী নির্ধারণ করা হয় মাটিরাঙ্গা সরকারি কলেজকে মাধ্যমিক পর্যায়ে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয়, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়কে তৃতীয় হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভিষণ কান্তি দাশ প্রধান অতিথীর বক্তব্যে বলেন, জাতীয় সংগীত একটি দেশের পরিচয় বহন করে, সেজন্য শুদ্ধভাবে এ সংগীত গাইতে হবে। শুদ্ধউচ্চারণে জাতীয় সংগীত গাইলে মনে দেশপ্রেম জাগ্রত হয়। জাতীয় পতাকা বিধিমালা আইন সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দ্যেশে আলোচনাও করেন তিনি।

Bootstrap Image Preview