Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩১ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩১ PM

bdmorning Image Preview


ঝিনাইদহের সব নদ-নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পরিবেশ রক্ষা সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন কর্মসূচিতে পরিবেশ রক্ষা সংগঠনের জেলা সাধারন সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান, শিক্ষক পরিষদের পক্ষে আলাউদ্দিন আজাদ, জেলা আইনজীবী সমিতির পক্ষে ঝিনাইদহ উকিল বারের সভাপতি সিনিয়র এ্যাডভোকেট ঈসমাইল হোসেন এবং এ্যাড শেখ সেলিমসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, অবিলম্বে ঝিনাইদহসহ বাংলাদেশের সব নদ-নদী দখল মুক্ত করে নদীর সীমানা নির্ধারণের দাবি জানান। সেইসাথে ঝিনাইদহের নবগঙ্গা নদী রক্ষার ক্ষেত্রে একাত্মতা প্রকাশ করেন এবং সরকারের সুদৃষ্টি কামনা করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের হাতে স্মারকলিপি পেশ করেন। 

Bootstrap Image Preview