Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাকসু নির্বাচন: পুনঃতফসিল ঘোষণাসহ সাত দফা দাবি ছাত্রদলের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫০ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫০ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণাসহ সাত দফা দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলন করে ছাত্রদল নেতার এসব দাবি জানান।

এ সময় কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান বলেন, ‘ডাকসু নির্বাচন হবে, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি, ইতিবাচক চিন্তা করছি এবং ইতিবাচকভাবে দেখতে চাই। সঙ্গে সঙ্গে আমাদের যৌক্তিক দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন পূরণ করবে, সে বিষয়ে আমরা আন্তরিক ও আত্মবিশ্বাসী। আমরা বিশ্বাস করি, তারা অধিকাংশ ছাত্র সংগঠনের দাবিগুলো আন্তরিকভাবে মেনে নেবে।’

দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে থাকা ছাত্রদলের দাবি, ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে সব সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে। সেজন্যই ভোট পেছাতে হবে। 

ছাত্রদল সভাপতি রাজীব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সাত দফা দাবি দিয়েছি। তফসিল তিন মাস পেছানো, রাজনৈতিক সহাবস্থানটাকে স্থিতিশীল করা। আজকে প্রথম (মধুর ক্যান্টিনে) এসেছি, আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে, সহাবস্থানটা স্থিতিশীল হবে। একটি সামগ্রিক সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে এবং তারপর ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক।’

প্রসঙ্গত, আজ বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব ও সাধারণ সম্পাদক আকরাম মধুর ক্যান্টিনে আসেন। ছাত্রলীগ ও বাম জোটের নেতারাও এ সময় ক্যান্টিনে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর বড় দুই সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মধুর ক্যান্টিন এদিন ছিল সরগরম। দুই সংগঠনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগানও দিতে দেখা যায় এ সময়।

Bootstrap Image Preview