Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে নিয়োগের ৫ মাসেও বেতন পায়নি ১৬ শিক্ষক 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


ফরিদপুরের আলফাডাঙ্গায় নিয়োগের পাঁচ মাস পরও বেতন পাচ্ছেন না ১৬ জন সরকারি প্রাথমিক শিক্ষক। ফলে এসব শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

জানা যায়, গত ২ সেপ্টেম্বর ওই শিক্ষকদের আলফাডাঙ্গার ১৬টি বিদ্যালয়ে শুন্য পদে নিয়োগ দেওয়া হয়। ওই মাসের ২৪ তারিখের মধ্যে তাদের নিয়োগ করতে বলা হলেও বেশির ভাগ শিক্ষক ২ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দেন।

নিয়োগপ্রাপ্ত ১৬ শিক্ষকেরা হলেন, সীমা রানী হালদার, সারমিন সুলতানা, মো. আরিফ হোসেন, মো. কাবুল হোসাইন, ফারহানা রহমান, উজ্জ্বল সরকার, মুন্সী মিরাজউদ্দিন, সোমা কর্মকার, সাদিয়া, তপতী কুণ্ডু, রাজিয়া সুলতানা, লিপিকা সাহা, মাহফুজা পারভীন, বিলকিস সুলতানা, মো. আলী রেজা ও মো. মাহমুদ মিয়া।

বেতন না পাওয়া কয়েকজন শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, গত বছর মার্চে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে নিয়োগ পরীক্ষায় অংশ নেন তারা। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় গত জুন মাসে। গত সেপ্টেম্বর নিয়োগ পেয়ে তারা কর্মক্ষেত্রে যোগ দেন। কিন্তু গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না ১৬ জন শিক্ষক।

আলফাডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নিয়োগপ্রাপ্ত ১৬ শিক্ষককের মধ্যে ১০জন শিক্ষকের বেতনের প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে। গত এক মাস আগে তাদের বিষয়ে এজি অফিসে জানানো হয়। কিন্তু ওই শিক্ষকরা কোড না পাওয়ায় বেতন দেওয়া যায় নি। তবে সম্প্রতি তাদের কোড হয়ে গেছে। তাদের বেতন দ্রুতই হয়ে যাবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে জানান, আলফাডাঙ্গায় ১৬ জন সহকারি শিক্ষক পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না এ তথ্য তার আগে জানা ছিল না। 


 

Bootstrap Image Preview