Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৪ দল সবসময় শেখ হাসিনার পাশে থাকবে : মোহাম্মদ নাসিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৪ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৮ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা সবসময় শেখ হাসিনার পাশে ছিলাম। ১৪ দলে সকল বিভ্রান্ত্রি কাটিয়ে এখনো অটল ও ঐক্যবদ্ধ। আমরা সামনেও শেখ হাসিনার পাশেই আছি।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের মিটিং শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাসিম বলেন, ১৪ দল কোনো পদ-পদবীর জন্য গঠিত হয়নি। এটি একটি আদর্শিক জোট। শোষণ মুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব কাজ করে যাবে ১৪ দল।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট তিনটি লক্ষ্যে কাজ করবে জানিয়ে তিনি বলেন, ১৪ দল শেখ হাসিনা সরকারকে চোখের মণির মতো রক্ষা করবে। সরকারের ভুল-ত্রুটি বস্তুনিষ্ঠ ভাবে তুলে ধরবে এবং বিএনপি - জামায়াত অশুভ শক্তির বিরুদ্ধে আগের মতই সোচ্চার থাকবে।

বিএনপি - জামায়াতে সমালোচনা করে সাবেক স্বাস্থ্য মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত এখনো ঘাপটি মেরে বসে আছে। এ অশুভ শক্তির বিরুদ্ধে আগের মতই ১৪ দল প্রস্তুত থাকবে। তাদেরকে অনুরোধ করবো সংসদ আসুন। বর্জন ও জ্বালাও পোড়ায়ের রাজনীতি থেকে তাদের বেড় হয়ে আসতে হবে।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আদালতে বিষয় উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, হুমকি -দমকি দিয়ে তাকে ( বেগম জিয়া) মুক্ত করা যাবে না। খালেদা জিয়া এখন আর রাজনীতিবিদ নয়, একজন দন্ডপ্রাপ্ত আসামী মাত্র। ক্ষমতা থেকে বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছিলো। তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের সভা-সমাবেশ করতে না দিয়ে অত্যাচার নির্যাতন করেছে। তাদের সময়ে দেশে নৈরাজ্য ও বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যাসহ যা যা করেছে দেশবাসি তাদের ভুলে নাই। বিএনপিকে তখন করা পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে এখন।

এসময় সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ১৪ দল যে লক্ষ নিয়ে গঠিত হয়েছিল, সেই লক্ষ এখনো শেষ হয়নি। ১০ বছরে পরাজিত শক্তি এখনো সঠিতপথে আসেনি। নির্বাচনে তারা কোনঠাসা হলেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পুর্ণ:নির্বাচনের নামে দলটি নতুন করে চক্রান্ত শুরু করেছে। তাদের আত্মসমর্পণ বা ক্ষমা না চাওয়া পর্যন্ত ১৪ দল কাজ করে যাবে।

Bootstrap Image Preview