Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে অসংখ্য জলন্ত আগ্নেয়গিরির নিচে বসবাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৪ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আফ্রিকার উত্তর-পশ্চিমে আটলান্টিকের বুকে কেপ ভার্দে নামের দ্বীপপুঞ্জটি অসংখ্য সক্রিয় আগ্নেয়গিরিতে ঘেরা। আর তা থেকে অগ্ন্যুৎপাতও হয়ে থাকে অবিরত।

সম্প্রতি কেপ ভার্দের একটি আগ্নেয়গিরি থেকে লাভা নি:সরণের কারণে এর নিচে বসবাস করা গ্রামগুলো জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে।

লাভার স্রোত ঢুকে পড়েছে এর নিচে বসবাসকারীদের ঘরে। এ রকমটা প্রায়ই ঘটতে দেখা যায়। কিন্তু তারপরও আগ্নেয়গিরির নিচে বসবাস ছাড়তে চান না এখানকার লোকজন।

কেন তারা এখনও সেখানে বসবাস করছেন সেই কারণ অনুসন্ধান করেছেন সাবেক ব্রিটিশ প্যারাঅলিম্পিয়ান অ্যাথলিট এড অ্যাডেপশিয়ান।

তিনি দেখা করতে গিয়েছিলেন কেপ ভার্দের ওইসব স্থানীয়দের সঙ্গে। সেখানে গিয়ে কথা বলেছেন একজন বাসিন্দার সঙ্গে।

রামিরো নামের ওই বাসিন্দার বাড়িতে গিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি রীতিমত অবাক।

তিনি ড্রয়িং রুমে গিয়ে বসেন। দেখেন জানালা দিয়ে ঢুকে পড়েছে জমাট লাভাস্রোত। দেয়ালে ফাটল ধরে গেছে লাভার চাপে।

জিজ্ঞেস করতেই রামিরো জানান, এ ধরনের ঘটনা খুব কম ঘটে। আর যখন ঘটে তখন আমার পরিবারের লোকজনসহ বাড়ির যা সব দামী জিনিসপত্র বের করে নিই।

রামিরো জানান, বড় ধরনের লাভা খুব কমই দেখা যায়। তিনি জীবনে দু-দুবার বড় ধরণের অগ্ন্যুৎপাত দেখেছেন। দেখেছি কীভাবে গরম ফুটন্ত লাভার স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

রামিরোর ভাষ্য, তিনি কখনও এই অগ্ন্যুৎপাতে কাউকে মারা যেতে দেখেননি। আর সেটাই তাদেরকে এখনও এই গ্রামে থাকার ভরসা জুগিয়েছে, আত্মবিশ্বাস দিচ্ছে।

Bootstrap Image Preview