Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনা‌পোলে ফেনসিডিলসহ আটক ২

শহিদুুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৯ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০০ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে ১৫০ বোতল ফেনসিডিলসহ রিপন (২০) ও সাকিল আহম্মেদ(২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ বুধবার সকালে বেনা‌পোল ছোট আঁচড়া মন্দির রোড থেকে এ ফেনসিডিলসহ তাদেরকে আটক করে বিজিবি। আটক রিপন বেনাপোল ভবেরবেড় গ্রামের বাবুল হাওলাদারের ছেলে ও একই গ্রামের সাকিল আহম্মেদ।

৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদকের একটি চালান নিয়ে ছোটআঁচড়া মন্দির রোডে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে দুই জন‌কে আটক করে। পরে তা‌দের কাছ থে‌কে ১৫০ বোতল  উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Bootstrap Image Preview