Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে মনোনয়ন পেয়েই নৌকার ভোট প্রার্থনায় জাহাঙ্গীর

আব্দুল বাতেন, গোদাগাড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩২ AM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩২ AM

bdmorning Image Preview


৫ বারের মতো উপজেলা নির্বাচনে গোদাগাড়ী উপজেলা ১ম পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ মার্চ। গত ১১ ফেব্রুয়ারী ছিলো প্রার্থীদের মনোনয়ন জমার শেষদিন। এতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাত্র একজন মনোনয়নপত্র জমা দেন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন। এতে রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে রাজশাহী জেলা রিটার্নিং অফিসার বাংলাদেশ আওয়ামী লীগ হতে মনোনিত প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে জেলা রিটানিং অফিসার।

এতে করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উল্লাস বিরাজ করতে থাকে। ওইদিন বিকেলে মাইক্রোযোগ রাজশাহী শহর হতে গোদাগাড়ী শহিদ ফিরোজ চত্বরে ফিরেই নৌকার জন্য ভোট প্রার্থনায় নেমে পড়েন। প্রদক্ষিণ করে পুরো বাজার।

এই সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে থাকতে দেখা যায়।

আ'লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম ভোট প্রার্থনার সময় সবার সাথে হাস্যউজ্জ্বল মুখে ভোট চান এবং আগামি দিনে উপজেলার উন্নয়ন আরো বেগমান করতে নৌকার মনোনিত প্রার্থী হিসেবে নিজের ভোট চান।

ভোট প্রার্থনার সময় তিনি দিনমজুর ,হোটেল ব্যবসায়ী, কাঠ মিন্ত্রী, নাপিতসহ সকল শ্রেণি পেশার মানুষকে বুকে টেনে নেন। এই সময় সাধারণ জনগণ তার ডাকে সারা দেন এবং আগামী দিনে তাকেই সেবক হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেন।

Bootstrap Image Preview