Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দৌলতখানে আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই, ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ AM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ AM

bdmorning Image Preview


দৌলতখানের সৈয়দপুর ৫ নং ওয়ার্ডের আসকর পাটোয়ারী এলাকায় সাতবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৬টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৩০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন ক্ষতিগ্রস্ত ঘর মালিক।

মঙ্গলবার  (১২ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ১২ টার দিকে সাতবাড়িতে এ ঘটনাটি ঘটে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল- মিলন, সাহে আলম, শাফিজল, নয়ন মিস্ত্রি, আবদুল্লাহ ও আলম। তারা সরকারিভাবে সাহায্য সহযোগিতা চেয়েছেন।  

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, দৌলতখান আসকর পাটোয়ারী মোড়ে সৈয়দপুর ৫ নং ওয়ার্ডের সাতবাড়িতে মিলনের বসতঘরে বৈদ্যুতিক সুইচবোর্ডে বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহুর্তের মধ্যে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে পাশের ৬টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এতে তাদের পড়নের কাপড় ছাড়া স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও যাবতীয় সরঞ্জামসহ তাদের ৩০ লক্ষ টাকার মত  ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। 

এ ব্যাপারে দৌলতখান ফায়ার সার্ভিস কর্মকর্তা মোস্তফা কামাল  জানান, খবর পেয়ে সাথে সাথে আসকর পাটোয়ারী নামক স্থানে গেলে রাস্তার বেহালদশা থাকায় তাদের পানির পিকাব সাতবাড়িতে ডুকতে না পেড়ে পানির মেশিন রিক্সায় করে নিয়ে তাদের পুকুরে সংযোগ করা হয়। এতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ব্যর্থ হয় তারা।

পরে বোরহানউদ্দিন উপজেলার ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দিলে দুই ফায়ার সার্ভিস ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 

Bootstrap Image Preview